নগর যুবলীগ অহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধু কোনো রাজনৈতিক বা যুদ্ধের ভাষণ নয়। আমাদের কাছে এই ভাষণ হলো মুক্তিযুদ্ধের চূড়ান্ত রণকৌশল ও দিক-নির্দেশনা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য উপলক্ষে ১২নং সারইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে নগরীর সরাইপাড়া ভেলোয়ার দীঘি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড যুবলীগ নেতা নিজামুল হক নিজামের সভাপতিত্বে এবং সাইফুল ইসলালের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পাহাড়তলি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেকান্দর সেকু, আব্দুল হালিম মেম্বার, আবু বক্কর চৌধুরী, সাইফুর রহমান রাজু, মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল। আরও উপস্থিত ছিলেন, হোসেন মান্না, হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর, নগর যুবলীগ নেতা এড. সৈয়দ রবি, সাইফুল করিম, আরিফ, আজিম, তাজু, সোহেল, মানিক, আশরাফ, রাসেল, সেলিম, রাজু, তারেক, রুবেল, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন বিজয়, ইমতিয়াজ উদ্দিন আকিল, রাকিব, রবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












