৭ বছর পর চবি ছাত্রদলের আংশিক কমিটি

নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

চবি প্রতিনিধি | শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

প্রায় সাত বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীনকে ও সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ২০০৯১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে অর্থনীতি বিভাগের ২০০৯১০ শিক্ষাবর্ষের মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০১১১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক পদে দর্শন বিভাগের ২০১৫১৬ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন হৃদয় মনোনীত হয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, চবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। একমাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে দপ্তরে জমা দিতে বলা হয়েছে। এদিকে কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পদধারীরা। সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি ও সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পদ পাওয়া তিন নেতা এ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

সাধারণ সম্পাদক পদ পাওয়া আবদুল্লাহ আল নোমান বলেন, আমি সভাপতি পদপ্রার্থী ছিলাম। আমার ত্যাগ এবং কাজকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। আমার চেয়ে ভালো কাউকে সভাপতি করলেও মেনে নিতে পারতাম।

সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, মাঠেময়দানে না থাকা নেতা তদবিরের মাধ্যমে সভাপতি হয়ে গেছেন। আমরা লিখিতভাবে বিষয়টির প্রতিবাদ জানাবো।

সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীনকে বলেন, একটা কমিটি দেওয়ার আগে সবকিছু যাচাইবাছাই করেই দেওয়া হয়। আমাদের কমিটিও তার ব্যতিক্রম নয়। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।

সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে ভালো কমিটি হয়েছে এবার। সিনিয়র সবাই পদ পেয়েছেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সারাদেশে যে আন্দোলন চলছে তা বেগবান করার জন্য কাজ করে যাবো।

এর আগে ২০১৬ সালের ১৩ অক্টোবর চবি শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। দুই বছরের জন্য কমিটি করা হলেও তা শেষ পর্যন্ত বিলুপ্ত করা হয় ছয় বছর পর গত বছরের ১১ নভেম্বর। এর ৯ মাস পর নতুন কমিটি গঠন করল কেন্দ্রীয় ছাত্রদল।

পূর্ববর্তী নিবন্ধএক বছরে প্রাণ গেল অর্ধশত
পরবর্তী নিবন্ধকাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ