৭ বছরের নাতি নিহত, দাদী আহত

সিএনজিকে বাসের ধাক্কা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ মে, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে একটি সিএনজিকে বাস ধাক্কা দিলে জিহাতুর ইসলাম (৭) নামের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। একই সময় শিশুটির দাদী লায়লা বেগম গুরুতর আহত হন। গতকাল শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাতুর ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা-বাগান ১ নম্বর ওয়ার্ডের আনোয়ার ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুযা আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নাতি ও দাদী সিএনজি টেক্সিতে হামিদচর যাচ্ছিলেন। পতিমধ্যে কাপ্তাই রাস্তার মাথায় বাসের সঙ্গে টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। দাদী ও নাতিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক নাতিকে মৃত ঘোষণা করেন। দাদী চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধরঞ্জিত সেন