চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম এবং সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার প্রয়াত ৭ কিংবদন্তী নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ৭ নেতা হলো- এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এম এ হান্নান, সিরাজুল হক মিয়া, আতাউর রহমান খান কায়সার, এম এ মান্নান ও চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অধ্যাপক মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, পৌর মেয়র দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, উপ দপ্তর সম্পাদক ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য সাহেদ সরোয়ার, শামীম, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।