৭ নভেম্বর পৃথক সমাবেশ করবে রাউজান বিএনপির দুই গ্রুপ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৪০ পূর্বাহ্ণ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার রাউজান উপজেলা বিএনপির বিবদমান দুই পক্ষই পৃথক পৃথক স্থানে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে। এদিন মূলত দুই পক্ষেই নিজ নিজ অবস্থান থেকে জনসমর্থন দেখানো শোডাউন করার ইঙ্গিত দিয়েছে। এই লক্ষ্য অর্জনে উভয় পক্ষ এক সপ্তাহ ধরে ইউনিয়নে ইউনিয়নে গিয়ে নিজেদের পক্ষে জনমত সৃষ্টির চেষ্টা করেছে।

স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, এই উপজেলায় উপর্যুপরি খুন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে তৎপর। সম্প্রতি র‌্যাব, পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন কয়েকজন খুনের মামলার আসামি, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। যারা গ্রেপ্তার হয়েছেন তারা সকলেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে জড়িত।

সূত্রমতে, গত বছরের ৫ আগস্টের পর থেকে এই উপজেলায় ধারাবাহিক খুনখারাবির ঘটনায় রাউজান সারাদেশের মানুষের কাছে আতংকের জনপদ হিসাবে পরিচিতি পায়। অভিযোগ উঠে বিএনপির বিবদমান দুই গ্রুপের সংঘর্ষসংঘাতে এসব খুন, গোলাগুলির ঘটনা ঘটছে। এসব ঘটনায় বিবাদে জড়িত দুই নেতার উপর বিরক্ত ছিল বিএনপির হাই কমান্ড। ক্ষুব্ধ হাইকমান্ড কোন্দলের লাগাম টানতে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দলের পদ স্থগিত করে। একই সাথে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে থাকা উত্তর জেলা বিএনপির কমিটি বাতিল করে। শুধু তাই নয়, হাইকমান্ড এই আসনে দলের প্রার্থীর নাম ঘোষণাও স্থগিত রাখে সম্প্রতি।

এলাকার লোকজন মনে করেন, কেন্দ্রের এই মনোভাব বুঝতে পেরে দুই পক্ষই এখন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় নানা কৌশল নিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় তৎপর হয়ে তারা এখন কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।

গোলাম আকবর খোন্দকারের অনুসারী বিএনপি নেতা জি এম মোরশেদ বলেছেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত রাউজান উপজেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মী ও রাউজানের সাধারণ মানুষ সন্ত্রাস বিমুখ, ভদ্র শান্তিপ্রিয় রাজনীতিক গোলাম আকবর খোন্দকারের পক্ষে ঐক্যবদ্ধ। তাকে সকলেই ভালবাসেন। ৭ নভেম্বর নোয়াপাড়ার কর্মসূচিতে যোগ দিয়ে রাউজানবাসী জানান দিবে তারা গোলাম আকবর খোন্দকারের পক্ষে ঐক্যবদ্ধ। অপর দিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বিএনপি নেতা আবু জাফর চৌধুরী বলেছেন, রাউজানের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করে এই উপজেলার মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে একমাত্র গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এ কারণে ৭ নভেম্বর রাউজান কলেজ মাঠে রাউজানবাসী ও দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে তাদের প্রিয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি রাউজানবাসীর ভালবাসা ও সমর্থন পুনঃব্যক্ত করবেন। এদিন মাঠ জনসমুদ্রে রূপ নেবে।

জানা যায়, উপজেলার দক্ষিণের নোয়াপাড়া পথেরহাটের শাহ আমানত চত্ত্বরে ৭ নভেম্বরের কর্মসূচি পালন করবে গোলাম আকবর খোন্দকারের অনুসারী বিএনপি। অন্যদিকে উপজেলা সদরের রাউজান সরকারি কলেজ মাঠে এদিন কর্মসূচি পালন করবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা।

পূর্ববর্তী নিবন্ধহাই কোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ৫টিসহ ৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন