সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে বান্দরবানের চার উপজেলার পর্যটনের দুয়ার খুলছে। সেগুলো হলো— আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর।
আজ বুধবার (৬ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন। পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার পর থেকে বিপাকে পড়ে এ খাতসংশ্লিষ্ট মানুষজন।
গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দিঘিনালায় সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন।