৭ নভেম্বর খুলছে বান্দরবানের পর্যটন দুয়ার

| বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ২:০৩ অপরাহ্ণ

সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে বান্দরবানের চার উপজেলার পর্যটনের দুয়ার খুলছে। সেগুলো হলো— আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর।

আজ বুধবার (৬ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন। পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার পর থেকে বিপাকে পড়ে এ খাতসংশ্লিষ্ট মানুষজন।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দিঘিনালায় সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধলায়ন জেলা সেবা মাসের সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখবেন ট্রাম্প