৭ নভেম্বর উপলক্ষে বিএনপির দশ দিনের কর্মসূচি

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে চলে আসার দিন ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে ঢাকাসহ সারাদেশে শোভাযাত্রাসহ ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “৭ নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্ব্বপূর্ণ একটা দিন। সেজন্য আমরা আজকে যৌথ সভায় সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা যথাযোগ্য মর্যাদায় সঙ্গে পালন করব। সেইজন্য আমরা ১০ দিনব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচি হবে ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।” খবর বিডিনিউজের।

৭ নভেম্বর সকাল ১০টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা। সেদিন বেলা ৩টা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা হবে। বিভাগীয় ও জেলাসহ সারাদেশেও শোভযাত্রা হবে। ৭ নভেম্বর ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিএনপির আালোচনা সভা হবে ১২ নভেম্বর বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ৭ নভেম্বর নিয়ে নিজেদের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠানের আয়োজন করবে। এর মধ্যে শ্রমিকদল ৫ নভেম্বর আলোচনা সভা; ছাত্রদল ৭ ও ৮ নভেম্বর আলোকচিত্র প্রদর্শনী; ওলামা দল ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ; তাঁতী দল ১০ নভেম্বর, কৃষক দল ১১ নভেম্বর এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাজাসাস কেন্দ্রীয় শহীদ মিনারে ১৩ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ব্যাচ’ ৯৫ বাঁশখালীর স্কুল প্রতিনিধিদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধতরুণ প্রজন্মের জন্য চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে