বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বর পটপরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বরে আমরা স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই একই চেতনা বুকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি–শৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল শুক্রবার ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গাজী মো. ইউছুপ। সঞ্চালনা করেন সদস্য সচিব শাহজাহান মঞ্জু ও উত্তর জেলা যুবদল সদস্য মো. জাবেদ হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ। বিশেষ বক্তা ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দীন, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম অহিদ। এতে আরো বক্তব্য দেন, মোহাম্মদ আইয়ুব খান, অধ্যাপক ফজল কাদের, অ্যাডভোকেট রিয়াদ সাখাওয়াত হোসেন শিমুল, ফখরুল হাসান, আবুল মনসুর, মনিরুল আলম জনি, শরিফুল আলম তুহিন, নুরুল কবির, তালুকদার, জিএম সাইফুল, তকিবুল হাসান ত্বকি, এমদাদ মির্জা, এমরান চৌধুরী, আলাউদ্দিন তালুকদার, গাজী মুবিন, নুরুল হক পুতু, গাজী আলমগীর টিটু, মুমিনুল হক সুমন, জিয়া উদ্দিন বাবলু, মিরাজ উদ্দিন সাগর, আরাফাত, হানিফ, শহীদ মাজু, লোকমান, নূরনবী, আফনান, মো. দেলোয়ার হোসেন, মো. পারভেজ, রিমন, সাদমান, শামীম, আনোয়ার, হারুন, ইউনুস, গাজী মনির, গিয়াস, জামাল, নঈম, রুবেল, আজাদ, আনোয়ার হোসেন, সালাউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।