৭ নভেম্বরের চেতনাকে মনেপ্রাণে ধারণ করতে হবে

প্রস্তুতি সভায় নাজিমুর রহমান

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, এটা জাতির ঐক্যের দিন। এই দিবসের চেতনাকে পুনঃস্থাপন করতে হবে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে পাঠ্যপুস্তকসহ বিভিন্ন তথ্য ভাণ্ডার থেকে ৭ নভেম্বরের ইতিহাসকে মুছে ফেলা হলেও মানুষের মন থেকে মুছে ফেলা যায়নি।

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিসহ নগর বিএনপির বিভিন্ন কর্মসূচি সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কসদস্যরা ছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাজিমুর রহমান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের অগ্রগতিউন্নয়নের সূচনা পর্ব। তাই এই বিপ্লবের চেতনাকে মনেপ্রাণে ধারণ করতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে এ দেশের মানুষ ভালোবাসে বলেই সিপাহীজনতা বন্দিদশা থেকে মুক্ত করে এদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন, দেশের স্বাধীনতাসার্বভৌমত্ব রক্ষা ও দেশের কল্যাণঅগ্রগতির জন্য।

পূর্ববর্তী নিবন্ধহজের খরচ আরও না কমালে কোটা পূর্ণ না হওয়ার সম্ভাবনাই বেশী
পরবর্তী নিবন্ধপটিয়ায় একাধিক মামলার আসামি ভুট্টোর এক দিনের রিমান্ড মঞ্জুর