৭ নবজাতক হত্যাকারী নার্সের যাবজ্জীবন কারাদণ্ড

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সাত নবজাতককে হত্যা ও আরও ছয় শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে চেস্টার হাসপাতালের কাউন্টেসর নার্স লুসি লেটবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। সোমবার (২১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এতথ্য জানায়। খবরে বলা হয়, রায় ঘোষণার সময় লুসি আদালতে ছিলেন না। কারণ তিনি সেখানে উপস্থিত হতে অস্বীকার করেছিলেন। নার্স লুসি লেটবি আধুনিক যুগে যুক্তরাজ্যের সবচেয়ে প্রবল শিশু সিরিয়াল কিলার হিসেবে বিবেচিত হয়েছেন। রায়ে বলা হয়েছে, তাকে তার বাকি জীবন কারাগারে কাটাতে হবে। খবর বাংলানিউজের।

শিশু হত্যার ঘটনায় লুসি যুক্তরাজ্যের ইতিহাসে এমন শাস্তি পাওয়া চতুর্থ নারী। যুক্তরাজ্যে আজীবন কারাবাসই হলো সবচেয়ে কঠিন শাস্তি। এটি দেওয়া হয় তাদের যারা জঘন্য অপরাধ করে থাকেন। রায় ঘোষণার সময় উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টার ক্রাউন আদালতের বিচারক গস বলেন, লুসির কর্মকাণ্ড চরম নিষ্ঠুরতা। এটি সত্যিই ভয়াবহ।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের থিয়েটারে রুশ ক্ষেপণাস্ত্র হামলা : নিহত ৭, আহত ১৪৪
পরবর্তী নিবন্ধরিপাবলিকান প্রার্থীদের বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প