মীরসরাই উপজেলার সোনাপাহাড়স্থ বিএসআরএম স্টিল মিল গেটে উপজেলার কয়েকটি ইউনিয়নে পানি সংকট সৃষ্টি হওয়ার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে গতকাল রবিবার বেলা ১১টায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, বিএসআরএম কর্তৃপক্ষ অনেকগুলো গভীর নলকূপের সাহায্যে পানি উত্তোলনের কারণে মীরসরাই উপজেলার করেরহাট, বারৈয়ারহাট পৌর এলাকা, হিঙ্গুলী, জোরারগঞ্জ ও ধুম ইউনিয়নের অধিবাসীগণ নলকূপে পানি পাচ্ছেন না। যার ফলে এসব এলাকার জনসাধারণের মাঝে পানির জন্য হাহাকার নেমে এসেছে। বিএসআরএম যেন এলাকার তলদেশের পানি উত্তোলন বন্ধ রাখে, মানুষ যেন সুপেয় পানির হাহাকার থেকে মুক্তি পায়, আজকে এই দাবিগুলোই জোরালো হয়েছে। আগে জীবন, এরপর শিল্প উল্লেখ করে মোশাররফ হোসেন এমপি বলেন, বিএসআরএম কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সৃষ্ট পানীয় সমস্যার সমাধানকল্পে স্থানীয় জনসাধারণের দাবির প্রেক্ষিতে আজ আমিও একাত্মতা ঘোষণা করতে এসেছি। মীরসরাইবাসী পানির তৃষ্ণায় মরবে, কৃষক সবজি উৎপাদন করতে পারবে না, কিন্তু বিএসআরএম রড তৈরি করে ব্যবসা করবে; তা হতে দেয়া যায় না।
গভীর নলকূপ বন্ধ না করলে আগামী দুই মাস কারখানা বন্ধ রাখার মত কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএসআরএম তাদের প্রয়োজনীয় পানি পাশের ফেনী নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে আনুক। পাইপ লাইন স্থাপন করা পর্যন্ত আগামী দুই মাস ফ্যাক্টরিতে কোনো কাঁচামাল ঢুকবে না। যদি ঢুকে জনতা তা রুখে দিবে। তিনি স্থানীয় প্রশাসনকে জনসাধারণের পাশে থাকার অনুরোধ জানিয়ে পানি সংকট সমাধানে ৭ দিনের মধ্যে বিএসআরএমের সকল গভীর নলকূপ সিলগালা করে দেয়ার নির্দেশনাও প্রদান করেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিএসআরএমকে অর্থনৈতিক জোনে শিল্প স্থানান্তর করারও আহ্বান জানান। এছাড়া কারখানায় চাকুরির ক্ষেত্রে যোগ্যতানুযায়ী মীরসরাইয়ের লোকদের অগ্রাধিকার দেয়ার দাবি তুলেন। তিনি আরো বলেন, এখানে বিদ্যুৎ কেন্দ্র ওদের নিজ উদ্যোগে স্থাপন করার কথা ছিল, কিন্তু তা না করে আমাদের বিদ্যুৎ ব্যবহার করছে এখনো।
মানববন্ধনে কয়েকশত সাধারণ নারী-পুরুষসহ আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, বারইয়াহাটের পৌর মেয়র রেজাউল করিম খোকন, চেয়ারম্যান নুরুল এনায়েত হোসেন নয়ন, নুরুল মোস্তফা, সুলতান গিয়াস উদ্দিন জসিম, শেখ সেলিম, নাছির উদ্দিন দিদার, কাজী মামুন প্রমুখ।