৭ দফা দাবি পূরণ না হলে ৭ জুলাই অর্ধদিবস রিক্সা ধর্মঘট

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

অবৈধ ব্যাটারি চালিত রিক্সা বন্ধসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মহানগরী রিক্সা মালিক পরিষদ গতকাল সোমবার নগরীর প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেছে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন, পরিষদের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম সরকার। ৭ দফা দাবি উপস্থাপন করে তিনি বলেন, পুলিশ প্রশাসন অবৈধ ব্যাটারি রিকশা বন্ধ না করে বরং চোর পুলিশ খেলায় মত্ত।

তাই আমরা বাধ্য হয়ে আজকে এখানে সমবেত হয়েছি এবং ৬ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত দাবি মাস ঘোষণা করছি। এই সময়ে এলাকায় এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল করে রাজপথে দুর্বার গণআন্দোলনের প্রস্তুতি গ্রহণ করা হবে।

এই সময়ে যদি প্রশাসন অবৈধ ব্যাটারি চালিত রিক্সা বন্ধসহ ৭ দফা দাবি পূরণ না করলে ৭ জুলাই চট্টগ্রাম মহানগরীতে অর্ধ দিবস রিক্সা ধর্মঘট পালন করা হবে। ৭ জুলাই সকাল ১১ টায় পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনের পরবর্তী কর্মসূচিসহ আদালত অবমাননার মামলা করে আন্দোলনের বিজয় সূচিত করে রিঙা মালিকরা ঘরে ফিরে যাবে।

পূর্ববর্তী নিবন্ধলিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির কমিটি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির অভিষেক