বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত সাত দফা দাবি আদায়ের মাধ্যমেই ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম। গত ১১ জুলাই রাতে বিআইএ মিলনায়তনে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনূছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. সিদ্দিকুর রহমান, এস এম লুৎফর রহমান, মাওলানা মমতাজুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, অধ্যাপক মাহমুদুল আলম, মাওলানা জাকির হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, আবদুল হান্নান চৌধুরী, অধ্যাপক আলমগীর ভূঁইয়া, আবদুল গফুর, আহমেদ খালেদুল আনোয়ার, সুলতান আহমদ, নুরুল আলম, সেলিম জামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।