৭ দফা দাবিতে চবি কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

চবি প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উচ্চতর স্কেল, যোগ্যতা অনুযায়ী ছেলেমেয়েদের চাকুরি প্রদানসহ ৭ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে চবি কর্মচারী ইউনিয়ন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করেন কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। আগামী সিন্ডিকেট সভায় তাদের দাবিগুলো মেনে না নিলে আগামী ২৭ তারিখ ২ ঘন্টার জন্য কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীহোসাইন ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন। এতে সংহতি প্রকাশ করেন চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী।

পূর্ববর্তী নিবন্ধআলমগীর খানকায় ‘দ্বীনের পুনর্জীবনে গাউসুল আযম’ শীর্ষক আলোচনা কাল
পরবর্তী নিবন্ধআমরা ক’জন মুজিব সেনার সাহিত্য সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা