৭ ডিম ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে বিক্রি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:২১ পূর্বাহ্ণ

সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় নগরের সাত ডিম ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতারের নেতৃত্বে গতকাল বুধবার আগ্রাবাদ চৌমুহনী বাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জে আলম ব্রাদার্স, হালাল শপ, জনপ্রিয় স্টোর ও জিলানী স্টোর’কে এক হাজার টাকা করে চার হাজার টাকা এবং নাসফিকা ট্রেডার্স, আমিন এন্টারপ্রাইজ এবং রাজ এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

নাসরিন আকতার সাংবাদিকদের জানান, পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা যথাযথ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রির কারণে জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঘাইছড়িতে আওয়ামী লীগ- স্বেচ্ছাসেবকলীগ সংঘর্ষ, আহত ১২
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না : রাষ্ট্রদূত