৭ টাকার লেবু বিক্রি হচ্ছে ১৩ টাকায়

স্টেশন রোডের চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১০:০৯ পূর্বাহ্ণ

নগরীর স্টেশন রোডে লেবু ও শসা বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৭ টাকার লেবু ১২১৩ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। ফয়েজ উল্যাহ বলেন, মূল্য তালিকা পাওয়া যায়নি। ক্রয়বিক্রয় রশিদ পাওয়া যায়নি। এ জন্য মেম্বার বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা, মাসুরা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং বেচাকেনার রশিদ সংরক্ষণ না করে শসা বিক্রির দায়ে মিতালি বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ্‌ বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবেগুন ও কাঁচামরিচের দামে আগুন, প্রভাব সব পণ্যে