স্বৈরাচার শেখ হাসিনার তাবেদার নির্বাচন কমিশনের মাধ্যমে ৭ জানুয়ারি দেশে বিরোধী দলবিহীন একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ এবং সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সাধারণ নির্বাচন ছিল দেশ ও জাতির সঙ্গে প্রতারণা। ২০২৪–এর দ্বাদশ জাতীয় সংসদের ভুয়া নির্বাচন শেখ হাসিনার পতনের জন্য পটভূমি তৈরি করে। দেশের জনগণ হতাশ ও ক্ষুব্ধ হয়ে ওঠে। হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে ওঠে।