কক্সবাজারের ইনানী সৈকতে গোসল করতে নেমে আবদুল্লাহ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে সে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে প্রায় সাত ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবদুল্লাহ ঢাকার মহাখালী ডিওএইচএস এর কর্নেল ডা. শহিদুল হাসানের ছেলে এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।
কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী মাহবুব আলম জানান, স্কুল ছাত্র আব্দুল্লাহ সপরিবারে কক্সবাজারে বেড়াতে এসেছে। তার পরিবার উখিয়ার মোহাম্মদ শফির বিলস্থ হোটেল রয়েল টিউলিপ সী-পার্লে উঠেছে। সে বুধবার সকালে মায়ের সঙ্গে হোটেলের সামনের সমুদ্রে গোসল করতে নামে। এক পর্যায়ে সকাল সাড়ে ১১ টার দিকে স্রোতের টানে হারিয়ে যায়। প্রায় ৭ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৫ কি.মি উত্তরে ডেইলপাড়া সৈকতে তার মরদেহ ভেসে ওঠে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত পর্যটকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়। পরে অভিভাবকরা মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।