৭ ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৪:৪৪ পূর্বাহ্ণ

আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৈরী আবহাওয়ার শঙ্কা থাকায় সিরিজটি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সিরিজ স্থগিত করলেও বিদেশি লিগে খেলার জন্য বাংলাদেশের সাত ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। বিদেশি তিন লিগে অনাপত্তিপত্র পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। আগামী ১ জুলাই থেকে শুরু হবে লংকা প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। লিগে ডাম্বুলা সিঙার্সের হয়ে খেলবেন একাধিক বাংলাদেশি। মোস্তাফিজুর ও হৃদয় প্রতিনিধিত্ব করবেন এই ফ্র্যাঞ্চাইজিকে। কলম্বো স্ট্রাইকার্স স্কোয়াডে বাংলাদেশি মুখ তাসকিন। এবারের আসরটি শেষ হবে ২১ জুলাই। এছাড়া আগামী ২৫ জুলাই শুরু হবে কানাডা গ্লোবাল টিটোয়েন্টি লিগ। এখানে বাংলা টাইগার্স মিসোসিয়াগার হয়ে খেলবেন সাকিব। একই দলের হয়ে মাঠ মাতাবেন পেসার শরিফুল। এছাড়া এই টুর্নামেন্টে সাইফউদ্দিন মন্ট্রিল টাইগার্স এবং রিশাদ খেলবেন টরন্টো ন্যাশনালসের হয়ে। টুর্নামেন্টটি শেষ হবে ১১ আগস্ট। এদিকে জুলাইয়ের ৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত আমেরিকার মেজর লিগে অংশ নেবেন সাকিব। তিনি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলবেন। আসন্ন তিনটি বিদেশি লিগে খেলার জন্য বাংলাদেশের সাত ক্রিকেটারকে আগামী ১০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা পুরো মৌসুমের জন্য লিগে খেলতে পারবেন। ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া নিয়ে সংবাদমাধ্যমকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘অনেকে গ্লোবাল টিটোয়েন্টি খেলবে। কেউ শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এর মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। যাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে ১০ আগস্টের আগে রিপোর্ট করার জন্য।’

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে শেষ আটে সুইজারল্যান্ড
পরবর্তী নিবন্ধরাউজানে নারীর আত্মহত্যা