পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল মধ্যরাত থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সড়ক ছেড়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে জড়ো হলে সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে ধাওয়া পাল্টা–ধাওয়া শুরু হয়। উভয় পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে ইট পাটকেল ছোঁড়াছুড়িও হয়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিউমার্কেট ৪ নং গেইটের দিকে নিয়ে যায়। পরে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ধাওয়া দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মুক্তি ও গণতন্ত্র তোরণ ও নীলক্ষেত মোড়ে উত্তেজনা বিরাজ করছে। রাত ১১টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের সামনে অবস্থান নেয়। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
এর আগে সন্ধ্যায় ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড় ও মিরপুর সড়কের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যার একে একে এসব মোড় অবরোধ শুরু হলে আশপাশের সড়কগুলোয় তীব্র যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েছেন মানুষ, বিশেষ করে অফিস ফেরত চাকুরিজীবীরা।
এদিকে বাসস জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তায় ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়ন করা হয়েছে। বিজিবি মোতায়েনের কথা জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।