নগরীর বায়েজিদে আবদুল্লাহ আল মনির প্রকাশ পিন্টু হত্যা মামলায় ৭ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, মো. দেলোয়ার হোসেন প্রকাশ সেভেন দেলু, মো. আলম, মো. মহিউদ্দিন প্রকাশ গোলাপ, মো. হাসান প্রকাশ কিরিচ হাসান, মো. মোবারক হোসেন বাপ্পি, মো. শাহীন ও মো. কামরুল ইসলাম। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দেলুর ৩ দিন, আলম, হাসান ও মহিউদ্দিনের ২ দিন এবং মোবারক, শাহীন ও কামরুলের ১ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। আদালত সূত্র জানায়, গত ৩০ আগস্ট বায়েজিদের হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে আবদুল্লাহ আল মনির প্রকাশ পিন্টুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।