৭ আগস্ট মাঠে গড়াবে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ২:০২ অপরাহ্ণ

গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের দল বদল শুরু হয়ে তা চলে তিনদিন। এরই মধ্যে প্রিমিয়ার লিগের দল গুলো তাদের ঘর গুছিয়ে নেয়। লিগের শিরোপা জিততে নিজেদের পছন্দের ফুটবলার সংগ্রহ করে। এরই মধ্যে সবগুলো দলই অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তখনই শুরু হয় কোটা বিরোধী আন্দোলন এবং তার পরবর্তীতে কারফিউ। ফলে বেশিরভাগ দলেরই আর অনুশীলনে নামা হয়নি। আগে থেকেই নির্ধারিত ছিল ১ আগস্ট থেকে মাঠে গড়াবে এবারের প্রিমিয়ার ফুটবল লিগ। কিন্তু অনুশীলনের পর্যাপ্ত সময় না পাওয়ায় বেশ কয়েকটি দল লিগ এক সপ্তাহ পেছানোর আবেদন করার প্রস্তুতি নিচ্ছিল। তবে বিষয়টি বুঝতে পারে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন। তাই তারা প্রিমিয়ার লিগের শুরুর দিন এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে। গতকাল জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের বর্তমান পরিস্থিতির কারণে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ এক সপ্তাহ পিছিয়ে ১ আগস্টের পরিবর্তে ৭ আগস্ট মাঠে গড়াবে। এদিকে জেলা ফুটবল এসোসিয়েশনের এই ঘোষণায় দল গুলোর মাঝেও স্বস্তি নেমে এসেছে। যদিও বেশ কয়েকটি দল বলছে এতে তাদের খরচ বেড়ে যাবে। কারণ ক্যাম্পে খেলোয়াড়দের রাখা, তাদের দুই বেলা খাবার, দুই বেলা নাস্তা আর অনুশীলন খরচ সব মিলিয়ে বড় একটা অংকের খরচ বেড়ে যাবে তাদের।

তারপরও ভাল খেলতে হলে পর্যাপ্ত অনুশীলনতো দরকার হবে। দলগুলো এখন আরো অন্তত সাতদিন নিজেদের প্রস্তুত করার সময় পেল।

পূর্ববর্তী নিবন্ধপর্দা ওঠার অপেক্ষায় প্যারিস অলিম্পিক
পরবর্তী নিবন্ধশিরোপা পুনরুদ্ধারে দলে আমূল পরিবর্তন এনেছে ব্রাদার্স ইউনিয়ন