আমদানিকৃত পণ্য খালাস করে লাইটারেজ জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রাখার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। গতকাল পণ্যবোঝাই ৭৮টি লাইটারেজ জাহাজকে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত। নৌপরিবহন অধিদপ্তরের ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আকিজ গ্রুপ, নাবিল গ্রুপ, আবুল খায়ের গ্রুপ ও মদিনা গ্রুপের কর্মকর্তাদের দ্রুত পণ্য খাসাসের তাগাদা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত মোট ১৬টি জাহাজের বিরুদ্ধে মামলা দায়ের করে ২ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ এবং কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোস্টগার্ড এবং নৌপুলিশ সহায়তা করে।