তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যেগুলোর নিম্নদেশে নহরসমূহ প্রবহমান। তারা সদা–সর্বদা সেগুলোর মধ্যে থাকবে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:১১৯) সূরা মা–ইদাহ্।
যে প্রথমে ছালাম দেয় আল্লাহর নিকট লোকের ভিতর সেই উত্তম।
– আল–হাদিস (তিরমিজী, আবু দাউদ)
শান্তি এবং যুদ্ধ উভয় ক্ষেত্রেই অভিজ্ঞতা শিক্ষকের ভূমিকা গ্রহণ করে থাকে।
– জন লিলি।