তা হচ্ছে– ‘তোমরা আল্লাহ্র ইবাদত করো, যিনি আমারও রব ও তোমাদেরও রব আর আমি তাদের সম্বন্ধে অবগত ছিলাম যতদিন যাবৎ আমি তাদের মধ্যে ছিলাম।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:১১৭) সূরা মা–ইদাহ।
যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে সে যেন অতিথির সেবা করে।
– আল–হাদিস (বোখারী)
যার মাথার উপর ছাদ আছে, তার শান্তি আছে।
– জন ওয়েল।