আল্লাহ্ তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের ভুল বুঝে শপথ করার উপর, হাঁ, ওই সব শপথের উপর পাকড়াও করেন যেগুলোকে তোমরা সুদৃঢ় করেছো।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৮৯) সূরা মা–ইদাহ।
মানুষ স্বভাবতই হারাম বস্তুর প্রতি অধিকতর লোভী হইয়া থাকে।
– আল–হাদিস (ছগির)
পাপ স্বীকার অনুশোচনার প্রথম স্তর।
– এডমন্ড গাইটন।