আপনি বলুন, ‘হে কিতাবীগণ! স্বীয় দ্বীনের মধ্যে অন্যায়ভাবে সীমাতিক্রম করো না এবং এমন লোকদের খেয়াল–খুশীর অনুসরণ করো না,
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৭৭) সূরা মা–ইদাহ।
হাজী হজ্ব করিয়া যতক্ষণ বাড়ী না পৌঁছে তাহার দোয়া কবুল হয়। যদি এরূপ কাহারও সহিত সাক্ষাৎ হয় তবে তাহাকে সালাম কর, মোসাফাহ কর এবং নিজের জন্য দোয়া করাও।
– আল–হাদিস (আহমদ)
জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিৎ।
– স্যামুয়েল জনসন।