যারা আল্লাহর প্রিয়পাত্র এবং আল্লাহও তাদের নিকট প্রিয় তারা মুসলমানদের প্রতি কোমল এবং কাফিরদের প্রতি কঠোর।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৫৪) সূরা মা–ইদাহ।
কৃপণ ধনী ও কর্কশভাষী অসৎ স্বভাব বিশিষ্ট লোক বেহেস্তে প্রবেশ করিতে পারিবে না।
– আল–হাদিস (আবু দাউদ, তিরমিজী)
সূর্যের আলো যেমন সবাইকে সমান উত্তাপ দেয়, ন্যায়বিচারও তেমনিভাবে সবার জন্য অপেক্ষা করে।
– স্যার টমাস মুর।