হে ঈমানদারগণ! তোমাদের মধ্যে যে কেউ স্বীয় দ্বীন থেকে ফিরে যাবে, তখন অবিলম্বে আল্লাহ এমন সব লোককে নিয়ে আসবেন,
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৫৪) সূরা মা–ইদাহ।
যে ব্যক্তি অবহেলা করিয়া তিনটি জুমা তরক করে, আল্লাহ তাহার হৃদয়ে মোহর করিয়া দেন।
– আল–হাদিস (আবু দাউদ, তিরমিজী)
একজন বিজ্ঞ বন্ধুই হল জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
– ইউরিপাইডাস।