অতঃপর ওই সব জিনিসের উপর, যেগুলো তারা তাদের অন্তরসমূহের মধ্যে গোপন করছিল, অনুশোচনা করতে থাকবে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৫২) সূরা মা–ইদাহ।
যে আল্লাহর সন্তুষ্টির জন্য সুরা ইয়াছিন পাঠ করে তাহার অতীত মার্জনা করা হয়। অতএব মুমূর্ষু লোকদের নিকট উহা পাঠ কর।
– আল–হাদিস (বায়হাকী)
এ বৎসর যা আনন্দের, আগামী বৎসর তা–ই দুঃখের কারণ হতে পারে।
– মেট্রো ডোরাস।