এখন আপনি তাদেরকে দেখবেন যাদের অন্তরে ব্যাধি রয়েছে। তারা ইহুদী ও খ্রীষ্টানদের প্রতি ধাবিত হচ্ছে এ বলে যে, ‘আমরা আশংকা করছি যে, আমাদের উপর কোন বিপদ এসে যাবে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৫২) সূরা মা–ইদাহ।
যতক্ষণ পর্যন্ত মনে আনন্দ পাও, ততক্ষণ কোরান শরীফ পাঠ কর, আর যখন ভাল না লাগে তখন রাখিয়া দাও।
– আল–হাদিস (বোখারী, মোসলেম)
মোমবাতি নিজে যতটুকু আনো পায়, তার চেয়ে বেশি বিলিয়ে দেয়।
– এইচ.জি.ভন।