যার মধ্যে আল্লাহর নির্দেশ রয়েছে। এতদ্্সত্ত্বেও তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তারা ঈমান আনয়নকারী নয়।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৪৩) সূরা– মা–ইদাহ্।
এমন অনেক রোজাদার আছে, যাহারা মিথ্যা কথা এবং গীবত হইতে রোজাকে পবিত্র রাখিতে পারে না। আল্লাতহায়ালা তাহাদের ঐ ধরনের উপবাস করার প্রতি কোনো ভ্রুক্ষেপ করেন না।
– আল–হাদিস (বোখারী)
যেকোনো শ্রমেরই মূল্য রয়েছে।
– বায়রন।