অতঃপর তার মন তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচনা দিলো। সুতরাং যে তাকে হত্যা করলো। ফলে সে রয়ে গেলো ক্ষতির মধ্যে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৩০) সূরা– মা–ইদাহ্।
মানুষ স্বভাবতই হারাম বস্তুর প্রতি অধিকতর লোভী হইয়া থাকে।
– আল–হাদিস (বোখারী, মোসলেম)
তোমার কর্মই তোমাকে মহিমান্বিত করবে।
– লুইস মরিস।