যেন সীমালংঘনে প্ররোচিত না করে এবং সৎ ও খোদাভীরুতার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো আর পাপ ও সীমা লংঘনে একে–অন্যের সাহায্য করো না।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:০২) মা–ইদাহ।
জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়া অপেক্ষা ২৭ গুণ বেশী সওয়াব।
– আল–হাদিস (তিরমিজী)
অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।
– ডেল কার্নোগি।