আর যদি ভাই ভাই-বোন উভয়ই থাকে পুরুষও, নারীও, তবে পুরুষের অংশ দু’নারীর সমান।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১৭৭) সূরা নিসা।
তোমরা মিথ্যা হইতে দূরে থাক, যেহেতু মিথ্যা মানুষকে পাপে পূর্ণ করিয়া দোজখে নিক্ষেপ করে।
– আল-হাদিস (ইবনে হাব্বান)।
আনন্দ বিশ্রামহীন জীবনের মতো আর শান্তি নীরব সুষমামন্ডিত রাত্রির মতো।
– উইলিয়াম শার্প।