তাদের ঠিকানা হচ্ছে দোযখ। (তারা) তা থেকে নিষ্কৃতি পাবার স্থান পাবে না।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১২১) সূরা নিসা।
সেই সুখী, যে মূর্খতা ত্যাগ করিয়াছে, উত্তম দ্রব্য গ্রহণ করিয়াছে এবং ন্যায্যভাবে কাজ করে।
– আল-হাদিস (ছগির)।
প্রতারণার মতো জঘন্য কাজ আর পৃথিবীতে কিছু নেই।
– চার্লস ল্যাম্ব।