আর নিশ্চয় নিশ্চয় তোমরা পূর্ববর্তী কিতাবীগণ ও মুশরিকদের থেকে বহু কিছু মন্দ শুনবে আর তোমরা যদি ধৈর্যধারণ করো এবং বাঁচতে থাকো, তবে এটা হচ্ছে বড়ই সাহসের কাজ।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৮৬) সূরা আ-ল-ই ‘ইমরান’।
হত্যাকারীর ফরজ নফল কোন এবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না।
– আল-হাদিস (তিরমিজী)।
অতিরিক্ত সন্দেহ অমঙ্গল ডেকে আনে।
– এমিলি।