এবং তাদের মতো হয়ো না, যারা পরস্পর আর তাদের মধ্যে মতবিরোধ হয়ে গেছে, এরপর যে, সুস্পষ্ট নিদর্শনাদি তাদের নিকট এসে গেছে। আর তাদের জন্য মহাশাস্তি অবধারিত।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:১০৫) সূরা আ-ল-ই ‘ইমরান’।
যে ঋণগ্রস্তকে মাফ করিয়া দেয় বা সময় দেয়, আল্লাহতায়ালা তাঁহার ছায়ার নিচে তাহাকে ছায়াদান করেন।
– আল-হাদিস (মোসলেম)।
এ জগতে একজন সৎলোকই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব।
– পোপ।