যখন তোমাদের মধ্যে শত্রুতা ছিলো, তিনি তোমাদের অন্তরগুলোতে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং তাঁর অনুগ্রহক্রমে তোমরা পরস্পর ভ্রাতৃত্ব-বন্ধনে আবদ্ধ হয়ে গেছো।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:১০৩) সূরা আ-ল-ই ‘ইমরান’।
আমি কি তোমাদিগকে বলিব, কে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অধম? যাহারা একাকী আহার করে, গোলামদিগকে প্রহার করে, এবং কাহাকেও কিছু দিতে কুন্ঠিত হয়।
– আল-হাদিস (মেশকাত)।
মনের উদারতার সঙ্গে ঐশ্বর্যের তুলনা করা চলে না।
-মার্শাল।