৭৮৬

| রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ওই সব লোক, যারা কাফির হয়েছে এবং কাফির হয়েই মৃত্যুবরণ করেছে, তাদের মধ্যে কারো পক্ষ থেকে পৃথিবী ভর্তি স্বর্ণও কখনো গ্রহণ করা হবে না যদিও তারা নিজেদের মুক্তির জন্য প্রদান করে। তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে এবং তাদের কোন সাহায্যকারী নেই। 

– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৯১) সূরা আ-ল-ই ‘ইমরান’।

রাগ করিও না, কেননা উহাই বিপদের সৃষ্টি করে। 

– আল-হাদিস (ছগির)।

চরম ধ্বংসের মধ্যে দাঁড়িয়েও মানুষ মহৎ দৃষ্টান্ত রেখে যেতে পারে। 

– হান্নামুর।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসড়ক জুড়ে দুর্ঘটনার ফাঁদ : গর্তগুলো দ্রুত ভরাট করার ব্যবস্থা নিন