নিশ্চয় আমার ও তোমাদের সবার রব হচ্ছেন আল্লাহ্। সুতরাং তাঁরই ইবাদত করো। এটাই হচ্ছে সোজা পথ।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৫১) সূরা আ-ল-ই ‘ইমরান’।
হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ (সাঃ) ফরমাইয়াছেন যে ব্যক্তি ঈমানের সহিত ছোয়াব লাভের উদ্দেশ্যে সবে কদরে এবাদতের জন্য দাঁড়াইবে আল্লাহতায়ালা তাহার অতীতের সমস্ত গোনাহ মাফ করিয়া দিবেন।
– আল-হাদিস (ইবনে মাজা)
রাতে শুয়ে দিনের কাজগুলির কথা একবার মনে মনে ভেবো।
– শেখ সাদী (রাঃ)।