যখন ইমরানের স্ত্রী আরয করলো, ‘হে আমার রব, আমি তোমার জন্য মান্নত করছি যা আমার গর্ভে রয়েছে যে, একান্ত তোমারই সেবায় থাকবে।
-আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৩৫) সূরা আ-ল-ই ‘ইমরান’।
ফরজ নামাজের পর সর্বাপেক্ষা অধিক মর্তবার নামাজ হইল রাত্রের মধ্যভাগে তাহাজ্জুদের নামাজ।
-আল-হাদিস (আহমদ)।
প্রচারণায় যে বিশ্বাসী নয়, নিঃসন্দেহে সে কাজে বিশ্বাসী।
-পিথাগোরাস।