আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন যে, তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই আর ফিরিশতাগণ এবং জ্ঞানীগণও ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত হয়ে। তিনি ব্যতীত অন্য কারো ইবাদত নেই, মহা মর্যাদাবান, প্রজ্ঞাময়।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩ : ১৮) সূরা আ-ল-ই ‘ইমরান’।
দেহের সহিত মাথার যেমন সম্বন্ধ, ঈমানের সহিত সবুরের সেইরূপ সম্বন্ধ।
– আল-হাদিস (ছগির)।
সন্দেহ এবং দুর্বলচিত্তের জন্য সংসারে অনেক অশান্তি আসে।
– কারলাইন।