তাদেরকে চোখ- দেখায় নিজেদের অপেক্ষা দ্বিগুণ মনে করতো, এবং আল্লাহ স্বীয় সাহায্য দ্বারা শক্তি দান করেন, যাকে ইচ্ছা করেন। নিশ্চয় এর মধ্যে বিবেকবানদের জন্য অবশ্যই চাক্ষুষ শিক্ষা রয়েছে।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:১৩) সূরা আ-ল-ই ‘ইমরান’।
নেক কাজগুলির মধ্যে সেইগুলিই উত্তম, যাহা সহজে সম্পন্ন করা যায়। এবং উৎকৃষ্ট এবাদত ধমগ্রন্থ আলোচনা।
– আল-হাদিস (ছগির)।
অবজ্ঞার নিয়ামত ক্ষণস্থায়ী, আর কৃতজ্ঞতার নিয়ামত চিরস্থায়ী।
– লোকমান হেকিম।