এটা আল্লাহর নিকট অধিক ন্যায়ের কথা এর মধ্যে সাক্ষ্য খুব ঠিক থাকবে এবং এটা এর নিকটতর যে, তোমাদের সন্দেহের উদ্রেক হবে না, কিন্তু কোন নগদ ব্যবসা হাতে হাতে সম্পন্ন হলে তা না লিখার তোমাদের উপর গুনাহ নেই।
-আল কুরআনের বঙ্গানুবাদ (২:২৮২) সূরা বাক্বারা।
আল্লাহর প্রিয় বান্দাদের প্রসঙ্গ আলোচনাকালে আল্লাহর রহমত নাজেল হয়।
– আল-হাদিস (ছগির)।
খ্যাতি ধরে রাখতে পারলে তা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়।
– সুইফট।