৭৮৬

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

নিশ্চয় ওই সব লোক, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে আর তাদের না কোন শঙ্কা থাকবে, না কোন দুঃখ।

– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৭৭) সূরা বাক্বারা।

ভদ্রতা ও বিনয় ঈমানের দুইটি শাখা। বৃথা বাক্য ও অহংকার মুনাফেকীর দুইটি শাখা।

– আল-হাদিস (ছগির)।

সংসারের শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে।

– টরিয়ানো।

পূর্ববর্তী নিবন্ধনাগরিক প্রত্যাশা পূরণ কেন সম্ভব হয় না
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ব্যবসায়ীদের দাবিকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিন