ভালো কথা বলা এবং ক্ষমা করা ওই সাদকাহ অপেক্ষা শ্রেয়তর, যার পর ক্লেশ দেওয়া হয়। আর আল্লাহ বেপরোয়া (অভাবমুক্ত), সহনশীল।
-আল কুরআনের বঙ্গানুবাদ (২:২৬৩) সূরা বাক্বারা।
যাহার অঙ্গীকার বজায় না থাকে, তাহার দ্বীন পূর্ণ হয় নাই।
-আল হাদিস (বায়হাকী)।
অন্যায় করে লজ্জিত না হওয়া আরেক অন্যায়।
-সক্রেটিস।