আর তাঁরা পায় না তাঁর জ্ঞান থেকে, কিন্তু যতটুকু তিনি চান। তাঁর ‘কুরসী’ আসমানসমূহ ও যমীন ব্যাপী এবং তার জন্য ভারী নয় এ উভয়ের রক্ষণাবেক্ষণ। আর তিনিই হন উচ্চ, মহা মর্যাদাসম্পন্ন।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৫৫) সূরা বাক্বারা।
যে ব্যক্তি ভিক্ষার দ্বার উন্মুক্ত করে, আল্লাহতায়ালা তাহার জন্য অভাবের দ্বার উন্মুক্ত করেন।
– আল-হাদিস (তিরমিজী)।
সব নিষ্ঠুরতা দুর্বলতা থেকে জন্মলাভ করে।
– সেনেকা।