হে ঈমানদারগণ! আল্লাহর পথে আমার প্রদত্ত (সম্পদ) থেকে ব্যয় করো ওই দিন আসার পূর্বে, যার মধ্যে না কোন বেচাকেনা থাকবে, না কাফিরদের জন্য বন্ধুত্ব এবং না শাফা’আত, আর কাফিরগণ নিজেরাই অত্যাচারী।
-আল কুরআনের বঙ্গানুবাদ (২:২৫৪) সূরা বাক্বারা।
শস্য আমদানীকারক ভাগ্যবান এবং মওজুতদার অভিশপ্ত।
– আল-হাদিস (ইবনে মাজা।
আমার জীবনসঙ্গী যদি ভালো না হয় তবে আমার ভালো গৃহ দিয়ে কী হবে।
– এডনা লিয়েন।