অতঃপর (তারা) যখন সম্মুখীন হলো জালূত ও তার সৈন্য বাহিনীর, তখন প্রার্থনা করলো, ‘হে আমাদের রব! আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদের পাগুলো অবিচলিত রাখো আর কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৫০) সূরা বাক্বারা।
যে ব্যক্তি কোন মুমীনের ক্ষতি করে, অথবা তাহার সহিত শঠতা করে, তবে সে ব্যক্তি অভিশাপগ্রস্ত হইবে।
– আল-হাদিস (তিরমিজী)।
শিশু ও মূর্খ সবকিছুই চায়। কারণ গুণাগুণ বিচারের বুদ্ধি তাদের নেই।
– সাভাইল।